প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ২০:৪৯ (সোমবার)
ইলিশ মাছ চাষ করবে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড

ছবি: সংগৃহীত

প্রাণ-আরএফএল গ্রুপ ইলিশ, এশিয়ান সিবাস ও গ্রুপার মাছ চাষে নামতে যাচ্ছে। সামুদ্রিক মাছ চাষে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করবে প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড।

এ লক্ষ্যে ডেনমার্কের অ্যাসেনটপ্ট অ্যাকুয়া ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যৌথভাবে দুই বছরে ৩ কোটি ইউরো বিনিয়োগ করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং অ্যাসেনটপ্ট অ্যাকুয়ার বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক ইয়েনস ওলে ওলেসেন।

প্রকল্পে ইনডোর ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে মাছ চাষ করা হবে। পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বা উভয় পক্ষের সম্মত স্থানে এটি বাস্তবায়িত হবে। প্রতি মাছের গড় ওজন হবে ১.২ থেকে ১.৫ কেজি। উৎপাদিত মাছের একটি অংশ রপ্তানি করা হবে, বাকি স্থানীয় বাজারে সরবরাহ করা হবে। বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, ‘দেশ ও আন্তর্জাতিক বাজারে সামুদ্রিক মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে শিল্প পর্যায়ে সিবাস মাছ উৎপাদন শুরু হবে।’

অ্যাসেনটপ্ট অ্যাকুয়ার ড. ইয়েনস ওলে ওলেসেন বলেন, ‘আমাদের লক্ষ্য সুস্বাদু সামুদ্রিক মাছ উৎপাদন করা, যেখানে ব্রুডস্টক সুবিধাসহ হ্যাচারিও থাকবে। ড্যানিশ সরকারের অর্থায়ন নিশ্চিত হয়েছে।’