প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ২১:২৯ (মঙ্গলবার)
প্রাথমিক শিক্ষক নিয়োগ: মৌখিক পরীক্ষার সময়সূচি অনিশ্চিত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ধাপে উত্তীর্ণ ৬৯,২৬৫ জন প্রার্থী এখন মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌখিক পরীক্ষার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনের কারণে জেলা প্রশাসনের ব্যস্ততার কারণে মৌখিক পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান বলেন, `মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।'

মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে।

উল্লেখ্য, দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) শর্তসাপেক্ষে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।