প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ২১:৫৮ (মঙ্গলবার)
তারেকের আলোয় উজ্জ্বল খন্দকার আব্দুল মুক্তাদির 

ছবি: ইমজা নিউজ

ছায়া সঙ্গী যেমন হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরে ঠিক তেমনি ছিলেন সিলেট এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 

লাল সবুজ খচিত `সবার আগে বাংলাদেশ' লিখা বাস হোক, সমাবেশ মঞ্চ হোক কিংবা মাজার জিয়ারত সর্বত্রই ছায়া হিসেবে ছিলেন তিনি। বিশেষ করে বুধবার রাতে তারেক রহমান যখন বিমানবন্দর থেকে শাহজালাল মাজারে আসছিলেন তখন সেই বাসের ঠিক সামনে তারেক রহমানের পাশেই দেখা যায় খন্দকার মুক্তাদিরকে। তারেক রহমানের মতো তিনিও হাত নেড়ে অভিবাদন জানান জনতাকে।

এর আগে সমাবেশকে সফল করতে খন্দকার আব্দুল মুক্তাদির ছিলেন সবচেয়ে তৎপর। মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সব কাজের ছিলেন সরাসরি জড়িত।