ছবি: ইমজা নিউজ
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২), যিনি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সাদ্দামের মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল। মানসিক চাপ ও হতাশা থেকে এই প্রিতিকূল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশুসন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’