যে ফুলে গন্ধ নেই, কিন্তু আছে অকৃত্রিম ভালোবাসা আর সৌন্দর্যের উপমা। গোলাপি রঙের পাঁচটি পাপড়ির সেই বনফুল দিয়েই বরণ করে নেওয়া হলো সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির হেভিওয়েট নেতা আরিফুল হক চৌধুরীকে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগান এলাকায় গণসংযোগে যান আরিফুল হক চৌধুরী। চা বাগানের সাধারণ শ্রমিকরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে বেছে নেন প্রকৃতির সুন্দর উপহার- নয়নতারা বা বনফুল।
চা শ্রমিকদের এই ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক সিসিক মেয়র আরিফ। তিনি বলেন, এই ফুলের গন্ধ না থাকলেও এতে যে ভালোবাসা মিশে আছে, তা আমার কাছে কোটি টাকার চেয়েও দামি। চা শ্রমিকদের এই অকপট ভালোবাসা আমার চলার পথের পাথেয়।
এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য দাবি আদায়ের প্রতিশ্রুতি দেন। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। আমাকে সুযোগ দিলে লালাখালসহ পুরো চা বাগান এলাকার উন্নয়নে কাজ করব।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই মানুষদের ভালোবাসায় সিক্ত হয়ে আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যান।