প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬ ১৯:০৯ (সোমবার)
ধানের শীষের পক্ষে দক্ষিণ সুরমায় কাইয়ুম চৌধুরীর গণসংযোগ

ছবি: সংগৃহীত

সিলেট জেলার বিএনপি’র সকল সংসদীয় আসনের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতাসীন হলে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ধানের শীষের বিজয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের। বিএনপি অতীতে যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আবারও অগ্রগতির পথে এগিয়ে যাবে-ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য।’

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘তরুণ সমাজের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে। জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে প্রান্তিক অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে নিশিরাতের ভোটের মতো এবারও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। যারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেকের সমর্থনে ধানের শীষ প্রতীকের গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আগামী নির্বাচনে সিলেটবাসীসহ দেশবাসীকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, উপজেলা বিএনপি নেতা পাবেল রহমান, রায়হানুল হক, রিফল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম তখই, মোক্তার আহমেদ, আরিফুর রহমান টিপু, কামরুল ইসলাম, রাসেল আহমেদ, যুবদল নেতা ইসলাম উদ্দিন, সৈয়দ রাসেল হোসেন, মোহাম্মদ মিসবাহ, ছাত্রদল নেতা জুয়েল শাহরিয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।