ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভোরের আলো একাডেমি'র উদ্যোগে ১ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুরস্কার বিরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বপ্না আক্তার।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক সাইদুল ইসলাম'র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ইসমাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক মুসলিম উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তার, মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহানা ইয়াসমিন রত্না, শামসুন্নাহার, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক পারভিন বেগম, আয়নাল হক, রফিক খন্দকার, শিপন আহমদ, মিনহাজ মির্জা প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।