হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া ওই স্ট্যাটাসে শেখ সুজাত মিয়া রাজনীতির মতভেদের ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্ব, মানবিকতা ও ব্যক্তিগত সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতির পথচলায় ভিন্নমত থাকতেই পারে, তবে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য যেন নষ্ট না হয় এটাই তার প্রত্যাশা।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মাত্র কয়েকদিন আগেও তিনি দলের একজন কর্মী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। পরিস্থিতির পরিবর্তনে আজ ভিন্ন অবস্থানে থাকলেও দলের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা ও সম্মান অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
শেখ সুজাত মিয়া লিখেন,আমি আপনাদের সবাইকে চিনি, বুঝি। আমার কাছে কারো পরিচয় দিয়ে কথা বলতে হয় না। আজ আপনাদের শূন্যতা গভীরভাবে অনুভব করছি। তবে আল্লাহ চাইলে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ।
নিজেকে অনেকের মুরুব্বি হিসেবে উল্লেখ করে তিনি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সময়ে তিনি কারও কাছে কিছুই চান না শুধু দোয়া চান।
স্ট্যাটাসের সবচেয়ে আবেগঘন অংশে জীবন-মৃত্যুর প্রসঙ্গ টেনে শেখ সুজাত মিয়া লেখেন, হায়াত ও মউত আল্লাহর হাতে। যদি আমার মৃত্যু হয়, তাহলে অন্তত দলের ভাই হিসেবে আমার জানাজায় শরিক হবেন এই অনুরোধ রইলো।
হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২১ জানুয়ারী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। এই আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া।