প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬ ১৭:৫৯ (সোমবার)
সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী।

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না, বরং সেই রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো দক্ষ জনবল। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নিজে যেমন উপকৃত হবে তেমনি, পরিবার-সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপৃর্ণ অবদান রাখতে পারবে।

সোমবার (২৬ জানুয়ারী) গোয়াইনঘাট   উপজেলার বৃহত্তর রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সাথে নির্বাচনী মতবিনিময় ও গোয়াইঘাটের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও মানবসম্পদকে কাজে লাগিয়ে অনেক দেশ আজ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। তিনি বলেন,আমাদের বিপুল জনসংখ্যাকে যদি আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে না পারি, তবে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি তাদের কারিগরি শিক্ষায় পারদর্শী করতে পারি, তবে তারাই হবে আমাদের অর্থনীতি-উন্নয়নের মূল শক্তি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন,বিশাল জনপদের ১৩টি ইউনিয়নে না আছে কালবার্ড- রাস্তাঘাট, না আছে স্কুল-কলেজ, মাদ্রাসা, ভালো কোন ক্লিনিক -হাসপাতাল। মনে হয় যুদ্ধবিস্ত কোন এলাকা, যে দিকে চোঁখের দৃষ্টি পড়ে শুধু গর্ত আর গর্ত। বিশাল জনপদের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের জন্য শিল্প-কলখারখানা, হোটেল, মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ তৈরী করা। যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা নিশ্চিয়তা পায় যে  তাঁরা নিশচিন্তে-নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে।  তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষ আমার শক্তি, তাদের দোয়া, ভালোবাস আমার কাজের অনুপ্রেরণা। আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে দৃশ্যমান' পরিবর্তন দেখতে পাবেন।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ শাহাব উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা  ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।