ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd –এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
ওয়েবসাইটে প্রবেশের পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হবে। সব ধাপ পূরণের পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
লগইন ও আবেদন
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে। স্থানীয় সাংবাদিকদের ক্ষেত্রে আবেদনপত্রে বর্তমান অবস্থানের তথ্যও দিতে হবে। এই তথ্যের মধ্যে বিভাগ, জেলা, নির্বাচনী আসন ও উপজেলা/থানার নাম উল্লেখ বাধ্যতামূলক।
আবেদনপত্র পূরণের ধাপ
১. ব্যক্তিগত তথ্য: নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ।
২. মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য: গণমাধ্যমের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর; প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
৩. অনুমোদিত সাংবাদিকদের তালিকা: মিডিয়া প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে এবং তালিকায় নিজের নামের অবস্থান নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ নির্বাচন করতে হবে। এরপর গাড়ির সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য প্রদান করতে হবে।
চূড়ান্ত সংযুক্তি
অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র কার্ড নির্ধারিত ঘরে ফাইল আকারে আপলোড করতে হবে। সব ধাপ সঠিকভাবে পূরণ করে সবুজ অংশে ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হয়।
কার্ড গ্রহণ
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। কার্ডটি প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য আইনি অনুমোদন পাবেন।