প্রকাশিত : ০৩ মে, ২০২৫ ২২:৫৬ (রবিবার)
সোনালি স্বপ্নের পালা

মাড়াইয়ের শব্দ যেন মৃদু ঢেউয়ের মতো বাজে— মনে হয়, এই শব্দে ধানও যেন খুশিতে আলগা হয়। খালপাড়ে সারি সারি গাদা করা ধানের আঁটি দেখে মনে হয়, এ শুধু খাদ্য নয়, এ জীবনের পরিপূর্ণতা।