প্রকাশিত : ০৯ মে, ২০২৫ ১৭:৪৩ (রবিবার)
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে  অবরোধ করেন তাঁরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

এর পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।  তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।