ছবি: সংগ্রহ
ইএন ডেস্ক।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন নিপীড়নমূলক, সন্ত্রাসী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে।
বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনকালে গুম, খুন, অগ্নিসংযোগ, গণহত্যা এবং বেআইনি আটক ও নির্যাতনের অভিযোগে ব্যাপক মামলা বিচারাধীন রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা, বিচারকার্য এবং রাষ্ট্রীয় সংহতির স্বার্থে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে—প্রকাশনা, প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন ও সামাজিক মাধ্যমে প্রচারণা। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সংশোধিত অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
ইএন/এআর।