প্রকাশিত : ০৮ জুন, ২০২৫ ২৩:৫০ (শনিবার)
অভিবাসীবিরোধী অভিযান নিয়ে উত্তাল বিক্ষোভ, ন্যাশনাল গার্ড মোতায়েন

সংগ্রহ

ইএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসীবিরোধী অভিযানের জেরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের তীব্রতা বেড়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শনিবার থেকে বিক্ষোভকারীরা আইসিই’র (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে  ও লাঠিচার্জ  করে। এ অভিযানে এক সপ্তাহে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এর  দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের  সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। তিনি একে ‘উদ্দেশ্যপ্রণোদিত উসকানি’ বলে উল্লেখ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। এএফপির খবরে বলা হয়, এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থা এসিএলইউও।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনও করা হতে পারে।