প্রকাশিত : ২৭ জুন, ২০২৫ ২৩:৫৮ (মঙ্গলবার)
পারিবারিক স.হিংসতা প্রতিরোধে ওয়ারেন পুলিশের প্রতিশ্রুতি

ছবি: সংগ্রহ

ফয়সল আহমদ মুন্না, মিশিগান, যুক্তরাষ্ট্র: বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও ভুক্তভোগীদের সহায়তার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশন।

গত রোববার (২২ জুন) ওয়ারেন শহরের আল ইহসান ইসলামিক সেন্টারে আয়োজিত এক টাউন হল মিটিং-এ এ প্রতিশ্রুতি দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)।

সভায় সভাপতিত্ব করেন বাম সভাপতি জাবেদ চৌধুরী, আর সঞ্চালনায় ছিলেন বামের উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। টাউন হল মিটিং এ কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন পশ্নের উত্তর দেন ওয়ারেন পুলিশের ডেপুটি কমিশনার চার্লস রাসটন, ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক এবং ক্যাপ্টেন পল হাউটাস। 
এ সময় উপস্থিত ছিলেন মিশিগান স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র প্রোটেম ডেভ ডোয়ার, ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি মেগি,    ওয়ারেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি অ্যান্ট্রিকিন্স,    ক্রাইম কমিশনার জন হ্যারিসন,    ক্রাইম কমিশনার জাস-জাসা বুকার,    ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট অ্যালেক্স হকিন্স, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার এবং ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট ড. নাজমুল হাসান শাহীন, ট্রয় সিটি কাউন্সিলম্যান ক্যান্ডিডেট সাদেক রাহাম সুমন।

এছাড়াও মিশিগান স্টেট, কাউন্টি, ফেডারেল ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের রবার্ট লিওনেটি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং এই ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি অ্যান্ট্রিকিন্স ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় আয়োজিত ক্রাইম কমিশন মিটিং সম্পর্কে অবহিত করেন, যেখানে নাগরিকেরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতামত ও অভিযোগ জানাতে পারেন।