প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫ ২২:৫৯ (মঙ্গলবার)
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১৬ রানের জয় বাংলাদেশের

ছবি: প্রথম আলো

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে সামনে রেখে সিরিজে ফিরেছে টাইগাররা (১-১)। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৫.১ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, যিনি ১০ ওভারে ৩৯ রানে নেন ৫ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান দলকে। মেহেদী হাসান মিরাজ অবশেষে উইকেটের দেখা পান, হাসারাঙ্গাকে ফিরিয়ে। শেষ দিকে লিয়ানাগে ও চামিরা নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন। তবে মোস্তাফিজুর রহমান লিয়ানাগেকে আউট করে স্বস্তি এনে দেন বাংলাদেশকে।

এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও মিডল অর্ডারে ধস নামে। হৃদয়-জাকের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও দল অলআউট হয়ে যায় ২৪৮ রানে।

এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়। শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।