প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ ১২:৪১ (মঙ্গলবার)
চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক

হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে চুনারুঘাট পৌর এলাকার হাজীপুর বিলপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা আল রাজি অনিক ও সাইফুর রাব্বি। তারা উভয়েই স্থানীয়ভাবে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জামিল আহমেদ সুমনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে পূর্ব শত্রুতার জেরে হঠাৎ হামলার শিকার হন তিনি। অভিযোগে বলা হয়, আল রাজি অনিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সুমনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পেছন থেকে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এরপর লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আটককৃত দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ী মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।