প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ ১৩:১৩ (মঙ্গলবার)
মেসির জোড়া গোল, দুর্দান্ত জয় ইন্টার মায়ামির

ছবি: সংগ্রহ

নিজের সেরা সময়ের মায়াবী ছোঁয়া যেন আবার ফিরিয়ে এনেছেন লিওনেল মেসি। রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তাঁর একটি গোল তো স্মরণ করিয়ে দিয়েছে বার্সেলোনা যুগের সেরা মুহূর্তগুলো।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায়ের পর কিছুটা চাপে ছিল ইন্টার মায়ামি। ভক্তদের মনে তৈরি হয়েছিল শঙ্কা, এই ব্যর্থতার ছায়া কি এমএলএসেও পড়বে? তবে মেসির জাদুতে সেই শঙ্কা উড়ে গেছে এক ঝটকায়।

ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য সুখকর ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই প্রিন্স ওয়াসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে আলেন্দে দুর্দান্ত শটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর ৪০ মিনিটে মন্ট্রিয়লের চার ডিফেন্ডারকে কাটিয়ে অতিমানবীয় এক গোল করেন মেসি, যা মেসিভক্তদের মনে করিয়ে দেয় তাঁর সোনালি অতীত।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় মায়ামি। একটি গোল করেন তালেসকো সেগোভিয়া, অন্যটি ছিল মেসির দ্বিতীয় গোল।

এই জয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইন্টার মায়ামি। আর মেসি প্রমাণ করলেন ,তিনি এখনো ফুরিয়ে যাননি, বরং জ্বলে উঠতে জানেন ঠিক তখনই, যখন দলকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়।