প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ ২০:১০ (সোমবার)
রিওতে শুরু ব্রিকস সম্মেলন, নেই শি ও পুতিন

ছবি- গুগল

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে সেখানে জড়ো হয়েছেন।

তবে এবার দুই প্রভাবশালী নেতা- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অনুপস্থিত।

শির অনুপস্থিতিতে চীনের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী লি চিয়াং। পুতিন অনুপস্থিত রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে।

রোববার (৬ জুলাই) শুরু হওয়া এই সম্মেলনে মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি এবং গ্লোবাল সাউথের বাণিজ্যিক ভূমিকা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিও আলোচনা প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।

২০০৯ সালে গঠিত ব্রিকস জোটের বর্তমান সদস্য সংখ্যা ১০টি। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ১০টি কৌশলগত অংশীদারও রয়েছে জোটটির।

তবে গাজা ও ইরান ইস্যুতে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে। ফলে জোটের ঐক্য ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, ভিন্ন রাজনৈতিক আদর্শ ও স্বার্থ থাকা দেশগুলোর এই জোট এখনো সুসংগঠিত নয়। যদিও ব্রিকস বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা, মোট ভূখণ্ডের ৩৬% এবং অর্থনীতির এক-চতুর্থাংশের প্রতিনিধিত্বের দাবি করে, তবুও জোটের ভবিষ্যৎ কার্যকারিতা নির্ভর করছে সদস্যদের অভ্যন্তরীণ ঐক্য ও সমন্বয়ের ওপর।