প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ ২২:৩৭ (মঙ্গলবার)
জগন্নাথপুরে বৃক্ষ উৎসব

ছবি: সংগ্রহ

সবুজে ঢাকা, শান্তির বার্তা নিয়ে জগন্নাথপুরে উদযাপিত হলো সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর-এর বৃক্ষ উৎসব।

প্রকৃতির মমতায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করে আসছে তা নিছক একটি অনুষ্ঠান নয়, যেন এক সামাজিক আন্দোলনের পরিপূর্ণতা।  রবিবার (৬ জুলাই) বিকেলে জগন্নাথপুর পৌর প্রাঙ্গণে আয়োজিত হয় এই উৎসবের।

২০১৪ সালে যাত্রা শুরু করা স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রকৃতি সমাজসেবায় নিবেদিত। ২০২০ সাল থেকেসবুজ সাথী প্রজেক্ট-এর আওতায় প্রতিবছর জুলাই মাসে তারা উৎসবের আয়োজন করে আসছে। এবারের আয়োজনও ছিল তারই ধারাবাহিকতায় এক অনন্য দৃষ্টান্ত।

বৃক্ষ উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলী হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক ক্বারী মো. রুমন আহমদ ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলার ইউএনও বরকত উল্লাহ। পরিবেশ, সাহিত্য সমাজসেবায় অবদান রাখা চৈতন্য প্রকাশনীর কর্ণধার রাজিব চৌধুরী, বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমেদ শাকির, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক  জামাল উদ্দিন বেলাল, শিক্ষক নেতা রুহুল আমিন, তরুণ সংগঠক মামুনুর রশীদ মামুন, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তাৎপর্য তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাপ্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিহার্যতা এবং এই অঞ্চলে পরিবেশবান্ধব জনসচেতনতা গড়ে তোলার উপায়। বক্তারা বলেন, একটি গাছ মানেই একটি প্রাণ, একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি।

উৎসব শেষে সংগঠনের সদস্য এবং আগত অতিথিদের মধ্যে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়। সাধারণ মানুষ, ব্যবসায়ী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নেন।