
ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সিলেটের বীর শহীদদের স্মরণে ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে সিলেট জেলা বিএনপি এক বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার (৭ জুলাই ২০২৫) বিকাল ২টায় সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ তথ্য সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না। এই আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
স্মরণ ও সম্মাননার এই ব্যতিক্রমী আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।