প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ ১১:১১ (মঙ্গলবার)
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ছবি: সংগ্রহ

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন এক মা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যার আগে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক সজীব মিয়া (৩০) উপজেলার আগবগজান গ্রামের বাসিন্দা। তিনি মৃত আকবর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সজীব মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারে অশান্তি করতেন এবং মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত মা মাজেদা আক্তার কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের একটি দল রবিবার বিকেলে সজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে মাদক সেবনেরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে বসিয়ে তাঁকে হাজির করলে সজীব নিজের দোষ স্বীকার করেন। আদালত তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, মায়ের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। পরে সজীব মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়