প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ ১৩:০৭ (সোমবার)
বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ -মির্জা আব্বাস

ইমজা নিউজ

বর্তমান অবস্থায় আমলারা যা করছে তাতে এই সরকার নির্বাচন করতে পারবে না -কিন্তু বিএনপি তা হতে দেবে না।  প্রয়োজনে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি ।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্য গ্রেফতার করা হয়েছিলো। তিনি কোন টাকা চুরি করে নি। স্লো পয়জনিং করে তাকে মেরে ফেলতে চেয়েছিলো। 

সি‌লে‌টের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে সোমবার ( ৭জুলাই) জেলা ও মহানগর বিএনপি'র মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা ব‌লেন।

তিনি  আরও বলেন, হাসিনা চলে গেছে তার দোসররা দেশেই আছে। সচিবালয় থেকে জেলা উপজেলায় তারা আছে। তারা ভোট চায় না। নির্বাচন না দিয়ে দির্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে। একটি দল একবার বলছে নির্বাচন হবে, আবার বলছে পরিবেশ নাই, আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। তিনি মনে করেন পিআর কি তারাও ঠিক মতো জানে না।

নির্বাচন নিয়ে টালবাহনা করলে ১৭ বছর আন্দোলন করেছি আবারো আন্দোলনে যাবে প্রয়োজনে। আওয়ামী আমলাদের কারনে এই সরকার নির্বাচন করতের পারবে না। কিন্তু বিএনপি সকল ষড়যন্ত্র রুখে নির্বাচন আদায় করে ছাড়বে।
 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অিতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। স্থানীয় বিএনপির পাশাপাশি  বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।