
ছবি: সংগ্রহ
সিলেটের বন্দরবাজার এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (৬ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বন্দরবাজার পেপার পয়েন্ট এলাকার মজলিস হোটেল (আবাসিক) এর সামনে অভিযান পরিচালনা করে মো. আশরাফুল মিয়া (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার জলসুখা গ্রামের মুহিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বসবাস করছেন।
আটকের পর আশরাফুলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।