
ছবি: ইমজা নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন হায়েনামুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হইনি। সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা আলবদর রাজাকার বাহিনী গড়ে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তারা আজ একেক সময় একেক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে প্রধান অিতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।