
ছবি: ইমজা নিউজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে। দেশে বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে যাবে। বাণিজ্যে স্থবিরতা নামবে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে।
তিনি বলেন, আমরা লড়াই করছি ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ মুক্ত হয়েছি ঠিকই কিন্তু গনতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো চলমান। নতুন করে আমরা সংগ্রাম শুরু করলাম তরুন নেতা তারেক রহমানকে সামনে রেখে।
মির্জা ফখরুল আরও বলেন, সামনে আমাদের একটাই কথা, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতেই চাই। যা বিএনপির ৩১ দফাতেই দেশের ভবিষ্যৎ।
সোমবার (৭ জুলাই) দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।