প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ ১৬:০৫ (মঙ্গলবার)
নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে আওয়ামী লীগের লাভ হবে: হাসান মাহমুদ টুকু

ছবি: ইমজা নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন নিয়ে যত বেশি অনৈক্য তৈরি হবে, আওয়ামী লীগের ততই রাজনৈতিক সুবিধা হবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট নগরীর দরগাগেইট এলাকায় এক অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে নিহতদের পরিবারকে শ্রদ্ধা ও সম্মাননা জানাতে সিলেট জেলা বিএনপি এ আয়োজন করে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।