
ছবি- সংগ্রহ
লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আবারও জল্পনা তুঙ্গে। ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে খেলছেন তিনি, তবে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে অনেকেই প্রশ্ন তুলছেন আর্জেন্টাইন মহাতারকা কি আবার বার্সেলোনায় ফিরবেন? না কি মায়ামিতেই থাকবেন ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত?
ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবির এক বিখ্যাত দৃশ্যে খলনায়ক বেইন বলেন, ‘তোমার শান্তিই তোমার শক্তি শেষ করে দিয়েছে। তোমার বিজয়ই তোমাকে হারিয়ে দিয়েছে।’ কথাগুলো ছিল ব্যাটম্যানের উদ্দেশে, যার আত্মতুষ্টি তাকে দুর্বল করে দিয়েছিল। আশ্চর্যজনক হলেও সত্যি মেসির বর্তমান অবস্থার সঙ্গে এই সংলাপের মিল খুঁজে পাওয়া যায়।
বিশ্বকাপ জয়ের পর মেসির মধ্যে একধরনের পরিপূর্ণতা এসেছে, যা তাকে খেলোয়াড় হিসেবে ‘স্বাচ্ছন্দ্য’ দিয়েছে, কিন্তু একইসঙ্গে সেই আগুনটা যেন কমে এসেছে। ইন্টার মায়ামিতে নিজের মতো করে খেলার সুযোগ পাচ্ছেন, চাপ কম, প্রতিযোগিতার তীব্রতাও ইউরোপের মতো নয়। তবে প্রশ্ন হচ্ছে এই ‘শান্তি’ কি মেসিকে আরও বড় মঞ্চে দুর্বল করে দেবে?
২০২৬ বিশ্বকাপের আগে যদি তিনি নিজেকে আবার ইউরোপিয়ান চ্যালেঞ্জে ফেলে দেন ,বিশেষ করে বার্সেলোনার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাবে -তবে হয়তো নিজের ফিটনেস ও প্রতিযোগিতার মান আরও উঁচুতে রাখতে পারবেন। বার্সা তাঁর ঘরের ক্লাব, যেখানে তিনি সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন। সেখানে ফেরাটা হবে আবেগ, বাস্তবতা ও কৌশলের মিশেল।