প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ ১৮:২৩ (মঙ্গলবার)
পুলিশ লাইন্স স্কুলের ১১ কৃতি শিক্ষার্থী পেলেন আইজিপি শিক্ষা বৃত্তি

ছবি: সংগ্রহ

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইন্স উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে। 
সোমবার (৭ জুলাই) বিকাল ৪টায় এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি তুলে দেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

পুলিশ কমিশনার কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, `তোমরা দেশের সম্পদ। আগামীতে আরও ভালো ফলাফলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখি।'

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও নৈতিক অগ্রগতির দিকেও বিশেষ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ মোঃ শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারস কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি কাওছার আহমদ হায়দরী, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।