
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্র্বতী সরকারের ভূমিকায় জনগণের মধ্যে এখনও গভীর সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সরকার এখনো নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। এই অবস্থায় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেখানে আগামী ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন পেছানো নিয়ে দলের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কখনোই নির্বাচন পেছানোর দাবি করিনি। আমাদের আমির পরিষ্কারভাবে বলেছেন,নির্বাচন আমরা চাই, কিন্তু যেনতেন নির্বাচন চাই না। প্রশাসনের পক্ষপাত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কেন্দ্র দখল বা জবরদস্তিমূলক আচরণের কোনো সুযোগ আমরা দেব না।’
তিনি আরও বলেন, ‘যারা এই ধরনের প্রক্রিয়ায় নির্বাচন করতে চান, আমরা তাদের মেনে নেব না।’
জাতীয় সমাবেশ প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি জেনারেল জানান, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এই সমাবেশে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে: নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতির প্রবর্তন, বিচারব্যবস্থার সংস্কার, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার এবং ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়ায্যম হোসেন হেলাল, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।