প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ ২১:৪১ (মঙ্গলবার)
ঋতুপর্ণাদের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের ৫০ লাখ টাকা পুরস্কার

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক এই অর্জনে জাতীয় ক্রীড়াঙ্গনে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনের এই গর্বিত মুহূর্তে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।

রবিবার (৭ জুলাই) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগেও নারী দল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই উপদেষ্টা এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন, যা এক সপ্তাহের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে খেলোয়াড়দের হাতে পৌঁছায়।

তবে এবার এশিয়া কাপ নিশ্চিত করার পর বাফুফের পক্ষ থেকে এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষণা করা দেড় কোটি টাকাও এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্রীড়া মহলে ক্ষোভ বিরাজ করছে।

অন্যদিকে, ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকেই তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ধারাবাহিকভাবে পুরস্কার দিয়ে যাচ্ছেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল যখন এশিয়া কাপ জয় করে, কিংবা অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপ নিশ্চিত করে, কিংবা পুরুষ সাফ অনূর্ধ্ব-২০ দল শিরোপা জেতে-সবক্ষেত্রেই আর্থিক প্রণোদনা দিয়েছেন তিনি।

নারী ক্রীড়ার প্রতি এই স্বতঃস্ফূর্ত সরকারি পৃষ্ঠপোষকতা ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।