প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ ২৩:১৫ (রবিবার)
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার  বৃষ্টি

ছবি: সংগ্রহ

ফেনীতে চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো পূর্বাভাসে জানান, দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

এদিকে ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।