প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ১৪:১৪ (শনিবার)
আজ ফ্রি ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, একটিভ করুন এখনই

ছবি: সংগ্রহ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সারাদেশের সব মোবাইল ফোন গ্রাহকের জন্য জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে ডাক টেলিযোগাযোগ বিভাগ।

উপলক্ষে আজকেফ্রি ইন্টারনেট ডেঘোষণা করা হয়েছে।

ফ্রি ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন, অর্থাৎ ২২ জুলাই পর্যন্ত এটি ব্যবহারযোগ্য থাকবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এরই মধ্যে সকল মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়।

যেভাবে ফ্রি জিবি ইন্টারনেট একটিভ করবেন:

গ্রামীণফোন (GP): 1211807# রবি (Robi): 41807# বাংলালিংক (Banglalink): 1211807# টেলিটক (Teletalk): 1111807#

এই ডায়াল কোড ব্যবহার করে আজই ফ্রি ডেটা একটিভ করুন এবং দিন ধরে উপভোগ করুন ইন্টারনেট সুবিধা।