প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ১৪:১৯ (রবিবার)
সিলেট বিএনপির মৌন মিছিল বিকেল ৪ টায়

ছবি: সংগৃহিত।

সিলেট জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিল শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

২০২৪ সালে (জুলাই -আগস্ট) গণঅভ্যুত্থানে শহীদের স্বরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হবে। 

উক্ত মৌন মিছিলে জেলা ও মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, ৪২ টি ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও প্রতিটি ওয়ার্ডের মসজিদে মসজিদে ওয়ার্ড বিএনপির উদ্যোগ শহীদের স্বরণে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।