প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ ২০:০৬ (রবিবার)
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু কাল, পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান

ছবি: সংগৃহিত।

আগামীকাল (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অতীতে ২২ বার টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে দুই দল। পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান:
মোট ম্যাচ: ২২

বাংলাদেশের জয়: ৩

পাকিস্তানের জয়: ১৯

দ্বিপাক্ষিক সিরিজ:
এখন পর্যন্ত ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই দল

পাকিস্তান জয়ী: ৫টি সিরিজ

বাংলাদেশ জয়ী: ১টি (২০১৫ সালে একমাত্র ম্যাচে জয়)

মাঠভিত্তিক পারফরম্যান্স:
বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে একবার

বাকি দু'টি সিরিজে হেরেছে টাইগাররা

সর্বোচ্চ ও সর্বনিম্ন দলীয় রান:
পাকিস্তানের সর্বোচ্চ: ২০৩/৫ (২০০৮, করাচি)

বাংলাদেশের সর্বোচ্চ: ১৯৬/৬ (২০২4, লাহোর)

বাংলাদেশের সর্বনিম্ন: ৮৫/৯ (২০১১, মিরপুর)

পাকিস্তানের সর্বনিম্ন: ১০৯/২ (২০২১, মিরপুর)

বড় জয় (রান ও উইকেট ব্যবধানে):
সবচেয়ে বড় জয় (রানে): পাকিস্তান, ১০২ রান (২০০৮, করাচি)

সবচেয়ে বড় জয় (উইকেটে): পাকিস্তান, ৯ উইকেটে (২০২০, লাহোর)

বাংলাদেশের সবচেয়ে বড় জয়: ৭ উইকেটে (একাধিকবার)

ব্যক্তিগত পরিসংখ্যান:
সর্বোচ্চ রান: সাকিব আল হাসান (৩৬০ রান, ১১ ম্যাচে)

দ্বিতীয় সর্বোচ্চ রান: মোহাম্মদ হাফিজ (২৭৭ রান, ১০ ম্যাচে)

সর্বোচ্চ ছক্কা: শহিদ আফ্রিদি (১৩টি)

সর্বোচ্চ উইকেট: শাদাব খান (১২ উইকেট, ১০ ম্যাচে)

ইনিংসে ৫ উইকেট: হাসান আলি (৫/৩০, ২০২৫ সালের মে, লাহোর)

সর্বোচ্চ ক্যাচ: মোহাম্মদ ওয়াসিম (৬টি)

সর্বোচ্চ ডিসমিসাল (উইকেটরক্ষক): মোহাম্মদ রিজওয়ান (১০টি)

সবচেয়ে বেশি ম্যাচ: মাহমুদুল্লাহ রিয়াদ (১৫ ম্যাচ)

কাল শুরু হতে যাওয়া সিরিজে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে চায় টাইগাররা।