প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ ১৫:১১ (রবিবার)
যুক্তরাজ্যে জব্দ হচ্ছে পাচার হওয়া কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি

ছবি: সংগৃহিত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে যুক্তরাজ্যে জব্দ হচ্ছে কোটি কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি।

গত মে মাসে ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা (NCA) সাবেক এমপি সালমান এফ রহমান পরিবারের ৯০ মিলিয়ন পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, চৌধুরী লন্ডনে ৩০০টির বেশি সম্পত্তির মালিক ছিলেন।

গত এক বছরে এসব ব্যক্তিরা লন্ডনে সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও পুনঃঅর্থায়নের চেষ্টা করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুদক চেয়ারম্যান আরও সম্পদ ফ্রিজের আহ্বান জানিয়েছেন, যেন তদন্ত চলাকালে এসব লেনদেন বন্ধ থাকে।

তবে কেউ কেউ এই অভিযানকে রাজনৈতিক প্রতিশোধ বলেও মনে করছেন।

লন্ডনে বাংলাদেশি প্রবাসীদের প্রভাব ও যুক্তরাজ্যের সহযোগিতার প্রস্তাব এই প্রক্রিয়াকে আরও জোরালো করেছে। জুনে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল লন্ডনে গিয়ে সহযোগিতার আহ্বান জানায়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন বলছে, যুক্তরাজ্যের আইন সংস্থাগুলোকে আরও সতর্ক হতে হবে-অন্যথায় পাচারকৃত অর্থ আর ফেরত আনা যাবে না।