প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ ১৮:৫৬ (রবিবার)
সাইক্লোনে ‘রোগবালাই প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা

ছবি: সংগৃহিত।

সুস্থ শরীর মানে একটি সুস্থ মন। যখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি, তখন আমাদের মনও ভালো থাকে। সুখি সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। এজন্য রোগবালাই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেক ধরনের রোগ বালাই থেকে সহজে মুক্তি পেতে পারি। রোগবালাই-এর প্রতিকার শুধু ঔষধ নয় সচেতনতার মাধ্যমেও রোগবালাইর মোকাবেলা করা সম্ভব।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩১৫ তম সাহিত্য আসরে ‘সাম্প্রতিক সময়ের রোগবালাই ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডা. মো: আব্দুল মজিদ এসব কথা বলেন।

নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গীতিকবি ওমর ফারুকের সভাপতিত্বে শনিবার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়াল।

আলোচনায় অংশ নেন ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল।

সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক লেখাপাঠে অংশ নেন শিল্পী বাহা উদ্দিন বাহার, কবি কামাল আহমদ, শিব্বির আহমদ,  মুহাম্মদ হোসাইন হামিদ প্রমুখ।