
ছবি: সংগৃহিত।
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দেশটির রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
সোমবার (২১ জুলাই) ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যসভায় পাঁচজন নতুন সদস্য শপথ নেন। এদের মধ্যে মনোনীত তিনজনের একজন হচ্ছেন শ্রিংলা।
সভার শুরুতে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের এবং আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যসভা। পরে কংগ্রেস সভাপতি ও বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, লক্ষ্মীকান্ত বাজপেয়ি, রাজীব শুক্লা ও সঙ্গীতা যাদবের জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়।
শপথ গ্রহণ করেন-.বিরেন্দ্র প্রসাদ বৈশ্য (অসম গণ পরিষদ), কানাদ পুরকায়স্থ (ভারতীয় জনতা পার্টি), ইতিহাসবিদ মীনাক্ষী জৈন (মনোনীত), শিক্ষাবিদ সাদানন্দ মাস্টার (মনোনীত), কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা (মনোনীত)।
শপথের পর সেশনের শেষদিকে প্রয়াত রাজ্যসভার সাবেক সাত সদস্যের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। তাঁদের মধ্যে ছিলেন, সি পেরুমল, কে কস্তুরিরঙ্গন, রোনাল্ড সাপা ত্লাউ, নেপালদেব ভট্টাচার্য, সুখদেব সিং ধিন্দসা, তেন্নালা জি বালাকৃষ্ণ পিল্লাই ও বিজয়কুমার রূপানি।