
ছবি: সংগৃহিত।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করার পর, আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। আমি শুরু থেকেই বলছিলাম, এটি অত্যন্ত সফল একটি অভিযান ছিল। প্রয়োজন হলে আমরা আবারও একই কাজ করব।’
ট্রাম্প একইসঙ্গে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সমালোচনা করে বলেন, ‘তাদের একজন সাংবাদিক দাবি করেছেন ইরানের কার্যক্রম ধ্বংস হয়নি। এটা মিথ্যা খবর। এমন তথ্য ছড়ানোর জন্য তার বরখাস্ত হওয়া উচিত।’
এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলায় আমাদের সমৃদ্ধকরণ কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়েছে। আপাতত তা বন্ধ রাখতে হয়েছে।’
তবে তিনি জোর দিয়ে বলেন, ‘পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম আমরা কখনোই স্থায়ীভাবে ত্যাগ করব না। এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক।’
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের এই বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দিয়েছে।
তবে তেহরান এখনও অনড়। তাদের ভাষ্য, জাতীয় স্বার্থ এবং বিজ্ঞানীদের সম্মানের প্রশ্নে পারমাণবিক প্রকল্প চালিয়ে যাওয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই হামলার মাধ্যমে ইরানের পক্ষ থেকে এই প্রথমবারের মতো নিজেদের পারমাণবিক কার্যক্রমে বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করা হলো।