প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫ ২১:২৯ (রবিবার)
চীনা পর্যটকদের জন্য ভিসা চালু করছে ভারত

ছবি: সংগৃহিত।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত।

আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছে বেজিংয়ে ভারতীয় দূতাবাস। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ২০২৪ সালের মার্চে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করেছিল চীন। এবার ভারতও একই ধরণের পদক্ষেপ নেওয়ায় উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের বার্তা স্পষ্ট হয়েছে।

ভারতের সিদ্ধান্তকে ‘ইতিবাচক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা জানিয়েছে, ভারত-চীন সম্পর্ক উন্নয়নে আলোচনার দ্বার খোলা রাখতে আগ্রহী বেইজিং।

২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে।

এর পর ভারত চীনা পণ্যে নানা বিধিনিষেধ আরোপ করে, নিষিদ্ধ করে একাধিক চীনা অ্যাপ, এবং চীনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখে। চীনও কোভিড-১৯ মহামারির অজুহাতে ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়।

২০২২ সালে চীন কিছু বিধিনিষেধ শিথিল করলেও ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভিসা জটিলতা বজায় থাকে। ভারতের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হলেও তখন চীনের সাড়া মেলেনি।

সাম্প্রতিক মাসগুলোতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফর করেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এই কূটনৈতিক সফরের পরপরই ভিসানীতিতে ভারতের এই পরিবর্তন এল।

বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে বাণিজ্য, শিক্ষাবিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।