প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ ১৮:৪৭ (রবিবার)
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা

ছবি: সংগৃহিত।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, অতিভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস ঘটতে পারে। পাশাপাশি, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও এই সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।