প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ ২০:১৮ (রবিবার)
চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রে ফ তা র

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আমিন জীবন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বোগলাবাজার ইউনিয়নের প্রয়াত ইউপি সদস্য সামছুল আলমের ছেলে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেকের ভাতিজা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার পেশকারগাঁও গ্রামের ব্যবসায়ী ফখর উদ্দিনের বাড়িতে ৫০ হাজার টাকা চাঁদা তুলতে গেলে স্থানীয় লোকজন ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এর আগে এক সালিশে নিষ্পত্তিকৃত বিষয়কে কেন্দ্র করে খোয়া যাওয়া একটি মেমোরি কার্ডে থাকা ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রথম দফায় ৭ হাজার টাকা আদায় করা হয়। এই কাজে ফয়সালের সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে নান্টু মেম্বার।

ফখর উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার ফয়সাল ও নান্টুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ মামলার পর ফয়সালকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে।

এদিকে, বোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু জানান, তিনি ফয়সালকে চিনেন না।

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক জানান, ফয়সাল তার বড় ভাইয়ের ছেলে হলেও সে পরিবারের অবাধ্য, এবং তার অপরাধের দায় তার নিজেরই।