প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ১২:৩৭ (রবিবার)
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মারা যান এক শিক্ষার্থী ও এক কর্মচারী। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। সে তার বাবা-মায়ের সঙ্গে উত্তরায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ীতে।

এর কিছুক্ষণ পর, বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলের পরিচ্ছন্নতাকর্মী মাসুমা বেগম (৩৮)। তাঁর গ্রামের বাড়ি ভোলায়। তিনি উত্তরা এলাকাতেই থাকতেন।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন বার্ন ইনস্টিটিউটে।