প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ১৬:৫০ (রবিবার)
প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির অভিষেক ও অবসরপ্রাপ্তদের সম্মাননা

ছবি: সংগৃহিত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবগঠিত উপজেলা কমিটির অভিষেক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ও সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ । প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক সমিতির  সিলেট জেলা শাখার সভাপতি মোঃ সালিকুর রহমান সালিক।
বিশেষ অতিথি ছিলেন  জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া ও সেক্রেটারি রফিক আহমেদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, এবং রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার।

 শিক্ষক প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজেন চন্দ্র দেব, মামুনুল ইসলাম এবং আলমগীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বিদায়ী সম্মাননা পাওয়া শিক্ষক-শিক্ষিকারা হলেন: মোঃ আব্দুল মালিক (লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ জাকারিয়া (রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আব্দুস শুকুর (ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)

মরিয়ম বেগম (মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মেহেরুন্নেছা (ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়) আশা রানী দাস (ভেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) মোহাম্মদ আলি (রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়)

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।