
ছবি: সংগ্রহ
সুনামগঞ্জের তাহিরপুরে নিলাদ্রীর নৌকাঘাট এলাকায় হাউস বোটে আসা পর্যটকদের কাছে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আসা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিদেশি মদের একটি চালানসহ আটক হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া এবং পাশ্ববর্তী বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন।
শনিবার তাহিরপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৫ জুলাই) রাতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়। মাদকের চালানটি পর্যটকদের লক্ষ্য করে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক দুইজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন এলাকায় মাদক কারবার রোধে কঠোর নজরদারি চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।