প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ১৭:৫০ (রবিবার)
দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির

ছবি- বিএনপি’র সাংবাদিক সম্মেলন

সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতাদের রক্ষার অপচেষ্টায় একটি কুচক্রী মহল জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। মামলাটি দক্ষিণ সুরমা থানার সিআর মামলা নম্বর-৩৭৪/২০২৪। এই মামলায় আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি দিতে বিএনপি নেতাদের নাম ও স্বাক্ষর জাল করে থানায় সুপারিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র নাম ও সীল-স্বাক্ষর জাল করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে দাবি করা হয়, মামলার আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদেরকে অব্যাহতির সুপারিশ করা হচ্ছে।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর সিলেট-২ আসনের বিএনপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ২৪ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।

এই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার বিকেলে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। তারা বলেন, “আমাদের স্বাক্ষর ও সীল জাল করে একটি অসৎ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। তারা বলেন, “নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর গড়া ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করতেই এসব ষড়যন্ত্র চলছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।