প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ১৮:১০ (রবিবার)
তাহিরপুরে বিএনপি’র কমিটিতে আ’লীগ নেতা: সমালোচনার মুখে পরিবর্তন

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাত্র ১৭ ঘণ্টার মাথায় দুই সদস্যকে বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর স্বাক্ষরিত দলীয় প্যাডে উপজেলার সাত ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিতে দক্ষিণ বড়দল ইউনিয়নের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় জিল্লুর রহমান ও হান্নান মুন্সীকে। পরে অভিযোগ ওঠে -জিল্লুর রহমান বর্তমানে দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক লীগের সহ শ্রমিক কল্যাণ সম্পাদক পদে রয়েছেন।

অপরদিকে, হান্নান মুন্সী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করেন।

কমিটি ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তীব্র আপত্তির মুখে বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ২টায় সংশোধিত কমিটি প্রকাশ করে দলটি। দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সংশোধিত কমিটি থেকে জিল্লুর রহমান ও হান্নান মুন্সীর নাম বাদ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরক্ষমতা প্রাপ্ত) জুনাব আলী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে দুই সদস্যকে বাদ দিয়ে সংশোধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সংগঠনের সিদ্ধান্ত সর্বাগ্রে বিবেচনা করা হয়েছে।’

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা বিএনপির দলীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতাকে স্পষ্টভাবে প্রকাশ করেছে।