
ছবি: সংগৃহিত।
এশিয়া কাপ নিয়ে জটিলতা শেষ হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে।
আগামী ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসর।
এবারের আসরে মোট ম্যাচ হবে ১৯টি। অংশ নেবে আটটি দল।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এটি এক ধরনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেও বিবেচিত হচ্ছে।
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতে পারে। ফলে গ্রুপ পর্ব, সুপার ফোর এবং ফাইনালে পৌঁছালে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ওই ম্যাচে বিরাট কোহলির শতকে ভর করে ছয় উইকেটে জয় পায় ভারত, এবং পরে অপরাজিত থেকে শিরোপা জেতে।