প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ১৮:৩৭ (রবিবার)
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক

ছবি- সংগ্রহ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (২৬ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লাস্কর রাব্বি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

আনুষ্ঠানিকতা শুরু হয় জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

এরপর প্রদর্শন করা হয় এটিএম তুরাবকে নিয়ে 'এখন টিভি’র সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদের নির্মিত প্রামাণ্যচিত্র। একইসাথে প্রকাশিত হয় অভিষেক উপলক্ষ্যে একটি স্মারক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাস্তবতা সমাজের সামনে তুলে ধরেন। তারা নিঃস্বার্থভাবে কাজ করেন, যার প্রকৃষ্ট উদাহরণ শহীদ এটিএম তুরাব।

বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক তুরাবকে পুলিশ পরিচয় জেনেও গুলি করে হত্যা করা হয়, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যার বিচার নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশোক, জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, বিএনপির মহানগর ও জেলা নেতৃবৃন্দ, জামায়াতের মহানগর নেতারা, প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা, লেখক, ব্যবসায়ী ও মানবাধিকারকর্মীরা।

বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদির তাফাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সমকালের ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ হোসেন এবং গীতা পাঠ করেন সুব্রত দাস।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর লিটন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল ইসলাম ও মো. দুলাল হোসেন।

অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল ওদুদ, এডভোকেট শাহ রিয়াজ জামান পলাশ, মো. আব্দুস সামাদ, মো. জহির হোসেন, মাহবুবুল হক চৌধুরী, মো. আব্দুল কাদির সমছু, সাহেদ আহমদ, বায়োজিদ খান, ওমর মাহবুব, শাহান আল মাহমুদ খান, আতাউর রহমান সামছু, বদরুদ্দোজা বদর, নাসির উদ্দিন, শাহ দিদার আলম চৌধুরী নবেল, আনিস রহমান, সাঈদ চৌধুরী টিপু, কবির আহমদ, এম এ হান্নান, শুয়াইবুল ইসলাম, এম এ মতিন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, খালেদ আহমদ, বিলকিস আক্তার সুমি, ইয়াহইয়া মারুফ, মিঠু দাশ জয়, আব্দুল মুহিত দিদার, হোসাইন আহমদ সুজাদ, ইউনুস চৌধুরী, আলমগীর হোসেন, মাসুদ আহমদ রনি, শাকিলা ববি, আজহারুল ইসলাম শিমুল, সেলিম আহমদ, মোজাম্মেল হক, রুবেল আহমদ, তাইনুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার ও নুরুল ইসলাম।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আফতাব উদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী সদস্য ইফসুফ আলী, আজমল আলী, শাহ মো. কয়েস, শংকর দাস, মো. শাহীন আহমদ, আনিস মাহমুদ, মো. ইকবাল মুন্সি, এইচ এম শহিদুল ইসলাম, নূরুল ইসলাম-২, একরাম হোসেন, মো. আব্দুল খালিক, মামুন হোসেন এবং সহযোগী সদস্য রত্মা আহমদ তামান্না ও শিপন আহমদ।