প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ১০:৫৮ (রবিবার)
সিলেটে উদ্বোধন হলো Sami’s Café

ছবি: সংগৃহিত।

সিলেটের নয়া সড়কের সাদিক টাওয়ারে জমকালো আয়োজনে উদ্বোধন হলো নতুন প্রজন্মের জন্য নির্মিত মিলনস্থল Sami’s Café। প্রাণবন্ত এ আয়োজনে অংশ নেন বিশিষ্ট অতিথিবৃন্দ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, মিডিয়া পার্টনার, ম্যাজিশিয়ান এবং ১০ জন এতিম শিশু ,যারা ছিলেন পুরো আয়োজনের সম্মানিত অংশীদার।

অনুষ্ঠানের সূচনা হয় বিকাল ৪টায় অতিথিদের আগমনের মধ্য দিয়ে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. সোলায়মান আহমেদ জীসান। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য দেন সাদিক টাওয়ারের সিইও মোহাম্মদ রাজু রহমান। তিনি ক্যাফের পেছনের স্বপ্ন ও ভাবনার কথা তুলে ধরেন।

Sami’s Café-এর কর্ণধার সামি রহমান বলেন,‘এই ক্যাফে কেবল খাবারের স্থান নয়, এটি হবে বন্ধুত্ব, ভালোবাসা ও সৃজনশীলতার নতুন ঠিকানা।’
 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বক্তব্য রাখেন  শিপার এয়ার সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক  ও সিলেট চেম্বার অব কমার্স এর  সাবেক সভাপতি, খন্দকার শিপার আহমেদ ,  এবং বিশিষ্ট শিল্পপতি ও সাদিক টাওয়ারের কর্নধার কানাডা প্রবাসী জনাব সাদিকুর রহমান।

 ১০ জন এতিম শিশুকে সঙ্গে নিয়ে ফিতা ও কেক কেটে ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আয়োজিত হয় দোয়া মাহফিল।  উদ্বোধন  উপলক্ষে আয়োজিত ম্যাজিশিয়ান এস. এ. ওয়ালিদের চমকপ্রদ ম্যাজিক শো অতিথিদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাফেটি ঘুরে দেখেন এবং সিগনেচার ফুড আইটেমের টেস্টিং সেশনে অংশ নেন। ইনফ্লুয়েন্সার তানভীর রাহি ও শওকত মিথুন লাইভ প্রতিক্রিয়ায় জানান তাদের ভালো লাগার কথা।  

বিশেষভাবে উল্লেখযোগ্য, Sami’s Café তাদের মোট বিক্রয়ের ৫% ব্যয় করবে সমাজের অসহায় এতিম শিশুদের কল্যাণে।

এই আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করে ই-বিটস, যার নেতৃত্বে ছিলেন সিইও এরিকা আফরিন বুশরা।